বিটরুট পাউডার সেবনে গ্রেড-২ থেকে গ্রেড-১-এ ফ্যাটি লিভারের রোগ কমাতে কত সময় লাগবে তা নিশ্চিতভাবে বলা যাবেনা। অনেকগুলো কারনের উপর এটা নির্ভর করে যেমন সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং সম্ভাব্য ওষুধ, লাইফস্টাইল পরিবর্তনের এই সবকিছুর সংমিশ্রণ। বীটরুট একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। তবে এটি আপনার চলমান চিকিৎসার বিকল্প নয়।
এ ব্যপারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন।